বিশ্বকাপ শেষ সাকিবের
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে চোটের কারণে ছিটকে পড়লেন সাকিব আল হাসান। সুপার টুয়েলভে আরো দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ মিশন শেষ দেশ সেরা এই অলরাউন্ডারের।
গত ২৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। এরপর চোট নিয়েই ব্যাটিং ও বোলিংয়ের গুরুদায়িত্ব পালন করেছেন। এরপর মেডিকেল টিম তাকে দুই দিন পর্যবেক্ষণে রাখে। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, পর্যবেক্ষণ শেষে অবস্থা বুঝে নেওয়া হবে ব্যবস্থা।
আজ বিসিবির এক পরিচালক জানান, ‘সাকিবের চোট সেড়ে ওঠেনি। পরের দুই ম্যাচে কোনোভাবেই তার খেলার সম্ভাবনা নেই। আগামীকাল কিংবা পরশু ম্যাচের দিন সাকিব হোটেল ছাড়বেন। চলে যাবেন পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে।’