খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ৩০শে আগস্ট ২০২৫

আজ বিসিবিতে যোগ দিচ্ছেন অ্যালেক্স মার্শাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিয়োগক্রমে দেশের ক্রিকেটে অনৈতিক কার্যকলাপের অবসান ঘটানোর জন্য বিসিবিতে যোগ দিতে আজ দেশে আসছেন অ্যালেক্স মার্শাল।  

দেশের ক্রিকেটাঙ্গন দুর্নীতি মুক্ত রাখতে বহু বছর ধরে কাজ করে আসছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। তবুও হরহামেশাই চলছে ফিক্সিং ও অনৈতিক কর্মকান্ড।
এসব থামানোর প্রয়াসে নতুন করে বিসিবি নিজেদের অ্যান্টি করাপশন ইউনিটে নিয়োগ দেয়া হয়েছে আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে।

সবশেষ বিসিবির বোর্ড মিটিং শেষে এই বিষয়টি নিশ্চিত করেছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

বিসিবি সাবেক এই আইসিসির কর্মকর্তার অভিজ্ঞতা নিজেদের কাজে লাগাতে চায়।
বিশেষ করে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকানো কঠিন হয়ে যায় বিসিবির পক্ষে। এ কারণেই তার নিয়োগ দিয়েছে বিসিবি।

বিসিবিতে যোগ দিতে আজ দেশে আসছেন অ্যালেক্স মার্শাল

মূলত অ্যান্টি করাপশন কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে ঢেলে সাজাতে কাজ করবেন বলে জানিয়েছেন ইফতেখার রহমান মিঠু।

আজ (১৮ আগস্ট, সোমবার) বাংলাদেশে এসে ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্টের পাশাপাশি আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় ওয়ার্কশপ করবেন মার্শাল।
এছাড়া অতীতে আকু কীভাবে কাজ করেছে সে বিষয়েও ধারণা নেওয়ার কথা রয়েছে তার।

বিসিবি পরিচালক মিঠু এই বিষয়ে বলেছিলেন,

‘আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও ভালো করার জন্য আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে আমরা নিয়োগ দিচ্ছি। আমরা মনে করি আমাদের আকসুর ইউনিটকে আরও ভালো করা উচিত। স্থানীয় টুর্নামেন্টে আমরা যা মোকাবেলা করেছি তাদের সবার চাওয়া ছিল এই বিভাগকে ভালোভাবে গড়ে তোলা। এজন্য আমরা তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি।’

উল্লেখ্য অ্যালেক্স মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন। ২০১৭ সালে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার পদে যোগ দেন।
আইন প্রয়োগ ও অপরাধ দমন বিষয়ে তার অভিজ্ঞতা ক্রিকেট প্রশাসনে নতুন মাত্রা যোগ করে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy