রেফারি শেষ বাঁশি বাজানোর পর নিজেকে আর আটকে রাখতে পারলেন না। মাঠে বসেই কাঁদতে শুরু করলেন নেইমার জুনিয়র। কয়েকজন এগিয়ে এসে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন।
কিন্তু একটু আগে যিনি ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারের সাক্ষী হলেন, তার কি খুব সহজেই কান্না থামার কথা! নিশ্চিতভাবে এই ধাক্কা সামলাতে নেইমারের লম্বা সময় লাগবে।
আজ সকালে ভাস্কো দা গামার বিপক্ষে ৬–০ গোলে বিধ্বস্ত হয়েছে নেইমারের সান্তোস। ব্রাজিলিয়ান লিগ সিরি আ’র এই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি নেইমারের দল।
ম্যাচের প্রথমার্ধে অবশ্য মাত্র এক গোল খেয়েছিল সান্তোস। কিন্তু দ্বিতীয়ার্ধে ভাস্কো দা গামা একে একে পাঁচবার বল জড়ায় সান্তোসের জালে।