সুপার টুয়েলভে অনিশ্চিত বাংলাদেশের গ্রুপ ভাগ্য
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের ধাক্কা পার করতে পারলে বাংলাদেশ সরাসরি খেলবে সুপার টুয়েলভের গ্রুপ ‘টু’-তে। এতে টাইগারদের বিপক্ষে খেলবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ডের মত দল গুলো। কিন্তু বিশ্বকাপ শুরু চারদিন পর হুট করেই সেই নিয়মে পরিবর্তন এনেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
গত ১৭ই আগষ্ট আইসিসি এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হোক রানার-আপই হোক, সুপার টুয়েলভে টাইগাররা ‘গ্রুপ টু’ এ এবং লঙ্কানরা ‘গ্রুপ ওয়ান’ এ খেলবে। কিন্তু হঠাৎই সেই সিদ্ধান্ত বদলেছে আইসিসি।
নতুন সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ বাছাইপর্বের গ্রুপে রানারআপ হলে তাদের খেলতে হবে গ্রুপ ‘ওয়ান’ এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্বের গ্রুপ ‘এ’ এর চ্যাম্পিয়ান দলের সাথে।
হুট করে আইসিসির সিদ্ধান্তে এমণ পরিবর্তনে বিপাকে পড়ছে গণমাধ্যম ও দর্শকরা। কারণ টাইগারদের খেলা দেখতে অনেকেই ‘গ্রুপ টু’ এর ম্যাচগুলোর টিকিট কেটে রেখেছেন।