২৫ সদস্যের সিজেকেএস ক্রিকেট উপ কমিটি গঠিত
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)-এ ২৫ সদস্যের ক্রিকেট উপ কমিটি গঠন করা হয়েছে। গত ১২ ফ্রেরুয়ারি অনুষ্ঠিত সিজেকেএস এ্যাডহক কমিটির সভায় কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুযায়ী সিজেকেএস ক্রিকেট উপ কমিটি গঠন করা হয়।
সোমবার (১৯ মে) জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি ফরিদা খানম স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি প্রকাশ করা হয়।
অনুমোদনকৃত সিজেকেএস ক্রিকেট উপ কমিটির সদস্য তালিকা:
– আহবায়ক: সাদি উর রহিম জাদিদ, (অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব, চট্টগ্রাম)
– সম্পাদক: আবদুল বারি (জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম)
– সদস্য:
- সাইফুল ইসলাম ভুইয়া, (সহকারী কমিশনার, জেলা প্রশাসক কার্যালয়, চট্টগ্রাম)
- মোহাম্মদ ইফতেখার উদ্দিন চৌধুরী
- হাবিবুর রহমান জালাল
- রিফাত বিন আনোয়ার
- আরিফ মঈনুদ্দিন ও শেখ সাইদুল ইসলাম মীর (সদস্য সিজেকেএস এ্যাডহক কমিটি)
- নিয়াজ মোঃ খান
- মোহাম্মদ দিদার ও মোহাম্মদ আবদুল আহাদ রিপন (ক্রীড়া সংগঠক)
- শাহীন আফতাব রেজা চৌধুরী
- মোঃ হাফিজুর রহমান
- সৈয়দ আবুল বশর
- মোহাম্মদ আমিনুল ইসলাম
- আবদুল হান্নান আকবর
- শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর
- আলী আকবর
- মশিউল আলম স্বপন ও সালাউদ্দিন ( কাউন্সিলর, সিজেকেএস)
- ইয়াছির রাব্বি
- ইনজামাম উল হক ও ইমরুল করিম (ক্রিকেটার)
- আজম ইকবাল ও মোঃ আজিম উদ্দিন ( সাবেক ক্রিকেটার)।
কমিটির কার্যপরিধি :
- সিজেকেএস ক্রিকেট উপ কমিটি ক্রীড়াপন্জি প্রস্তুুতপূর্বক প্রিমিয়ার লিগ সহ ক্রিকেট সংক্রান্ত সকল টুর্ণামেন্ট আয়োজন করবে।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাহিদা মোতাবেক বিভিন্ন খেলোয়াড় বাচাই এবং প্রতিযোগিতার আয়োজন করবেন।
- সিজেকেএস এ্যাডহক কমিটি গঠিত সিজেকেএস ক্রিকেট উপ কমিটির সংশোধন, পরিমার্জন ও বাতিলের ক্ষমতা সংরক্ষণ করবে।
- উক্ত উপ কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবেন।