পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ
মালয়েশিয়ায় জুনিয়র ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ পঞ্চম-অস্টম স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে জিতলে বাংলাদেশ মঙ্গোলিয়ার মুখোমুখি হবে।
বাংলাদেশের কাব্য গায়েন ৩-৬, ১-৬ গেম পয়েন্টে পাকিস্তানের রোমান হামজার কাছে হেরেছেন। আরেক একক ইভেন্টে তুষার মোঃ তানভীর ২-৬, ০-৬ গেমে শাহবাজ আলীর নিকট পরাজিত হন।
এককের দুই প্রতিযোগিতায় সাধারণত হারলে দ্বৈত ইভেন্টে প্রয়োজন পড়ে না। স্থান নির্ধারণীর পয়েন্ট ও প্রতিপক্ষ নির্ধারণে দ্বৈত ইভেন্টও হয়েছে। কাব্য ও তুষার ৪-৬, ১-৬ গেমে রোমান ও তালহার কাছে পরাজিত হয়েছেন।
বাংলাদেশ জুনিয়র পুরুষ টেনিস দল আন্তর্জাতিক অঙ্গনে ভালো পারফরম্যান্স করছে। সম্প্রতি বাহরাইনে বিশ্ব জুনিয়র টেনিস (অনূর্ধ্ব-১৪) টুর্নামেন্টের এশিয়ান অঞ্চলের প্রাক বাছাইয়ে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে। এই পর্যায়ে যা বাংলাদেশের অন্যতম সেরা সাফল্য।
সেই দলের অন্যতম সদস্য কাব্য গায়েন জুনিয়র ডেভিস কাপেও রয়েছেন। মালিয়েশিয়ায় জুনিয়র ডেভিস কাপের আগেই মেয়েদের টুর্নামেন্টে অবশ্য বাংলাদেশ ভালো ফলাফল করতে পারেনি।