ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের শেষ দিনে বৃৃহস্পতিবার মাঠে নেমেছিল ছয়টি দল। তামিম-বিজয়দের জয়ের দিনে পরাজয় হয় সোহানদের।
বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শাইনপুকুরের দেওয়া ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী।
দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক এনামুল হক বিজয়। এছাড়া ৫০ রান করেন সাদিকুর রহমান। শাইনপুকুরের হয়ে ১টি করে উইকেট নেন আল ফাহাদ এবং রাফিউজ্জামান রাফি।
দিনের অন্য ম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে জিতেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের দল। ফলে তামিম-বিজয়দের জয়ের দিনে পরাজয় হয় সোহানদের।
এদিকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে গুলশান ক্রিকেট ক্লাব। রূপগঞ্জের দেওয়া ২২৯ রানের লক্ষ্য সহজে পেরিয়ে যায় আজিজুল হাকিম তামিমের দল। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করে তরুণ ওপেনার জাওয়াদ আববার। তামিম করেন ৪০ রান।