খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ২রা আগস্ট ২০২৫

প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আর মাত্র একদিন পরেই ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠছে ৮ জাতির টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে আসরের দ্বিতীয় দিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে বাংলাদেশ। 

ঘাম ঝরানো ম্যাচে পাকিস্তান ‘এ’ দল বা শাহিনসের বিপক্ষে আজ মাঠে নেমেছেন শান্ত-মিরাজরা। তবে সমর্থকদের জন্য দুঃসংবাদ হচ্ছে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে বাংলাদেশ সময় বিকেল ৩ টায় শুরু হওয়া ম্যাচটি কোথাও সম্প্রচার হচ্ছে না। একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।  প্রস্তুতি ম্যাচে স্কোয়াডের সব সদস্যেরই ব্যাটিং বোলিং করার সুযোগ থাকছে। সে জন্য আলাদা করে একাদশ নির্বাচন করেনি টিম টাইগার্স। তবে মোহাম্মদ হারিসের নেতৃত্বে পাকিস্তান শাহিনসের একাদশ দেওয়া হয়েছে। 

মূল পর্বে ভালো করতে প্রস্তুতি ম্যাচকে খুব গুরুত্ব সহকারে দেখছে টাইগাররা। সম্প্রতি বিসিবির প্রকাশিত ভিডিওতে নিজেদের অবস্থা জানিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। তানজিম সাকিব বলছিলেন,

‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেবো। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়। কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব।’

যে কোনো আইসিসি প্রতিযোগিতার আগে অংশগ্রহণকারী দলগুলো সাধারণত প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। গ্রুপ পর্বে মুখোমুখি হবে না, এমন দলের বিরুদ্ধেই সাধারণত প্রস্তুতি ম্যাচ খেলা হয়। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে এবার অনেক দেশই প্রস্তুতি ম্যাচ খেলছে না। ভারত নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে প্রস্তুতি শেষ করেছে। অন্যদিকে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। এই সিরিজ শেষে সরাসরি মূলপর্বে নেমে যাবেন বাবর আজমরা।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের যে দলটা মাঠে নেমেছে, সেই দলের কেউই চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে মোহাম্মদ হারিস ছাড়াও আরও আছেন আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা ও উসামা মীররা।

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

পাকিস্তান শাহিনস স্কোয়াড

মুহাম্মদ হারিস (অধিনায়ক), আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy