খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ১২ই মার্চ ২০২৫

৫০৩ দিন অপেক্ষার পর অবশেষে নেইমারের গোল

২০২৩ সালের ৩ অক্টোবর, খুব বেশি মনে রাখার মতো দিন অবশ্য নয়। তবে নেইমার জুনিয়র নিজে হয়তো মনে রাখবেন দিনটাকে। ইরানের ক্লাব নাসসাজি মাজানদারানের বিপক্ষে সেদিন গোল পেয়েছিলেন নেইমার। এরপর গুনে গুনে ৫০৩ দিনের পার হয়েছে, কিন্তু নেইমার আর পেশাদার ফুটবলে গোলের দেখা পাননি।   

অবশেষে, সেই খরা কেটেছে আজ। সান্তোসের জার্সিতে ফেরার পর আজই প্রথম গোলের দেখা পেলেন এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। হোক সেটা পেনাল্টিতে। নেইমারের পা থেকে বল যাচ্ছে জালে, এমন দৃশ্যটা হয়ত একেবারেই মন্দ নয়। ম্যাচে এদিন গোলের পর অ্যাসিস্টও পেয়েছেন ব্রাজিলিয়ান নাম্বার টেন। যদিও ৯০ মিনিটের ম্যাচটা পুরো খেলা হয়নি তার।

ব্রাজিলিয়ান ফুটবলে ফিরে আসার পর সান্তোসের হয়ে তার প্রথম গোলটি পেয়েছেন আগুয়া সান্তার বিপক্ষে। ৩-১ ব্যবধানে জয়ে ১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন। সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে নেইমার গোলের পাশাপাশি অ্যাসিস্টও করেছেন। প্রথমার্ধেই লিড দ্বিগুণ করেছেন থাসিয়ানো। আর ৭০ মিনিটে নেইমারের অ্যাসিস্টে গোল করেন গুইলেমে।

তবে নেইমার এখনও তার প্রত্যাবর্তনের পর থেকে কোনো ম্যাচে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি। আগের পারফরম্যান্স খুব একটা আলো কাড়তে পারেনি। তবে রোববারের ম্যাচে নেইমার ছিলেন ছন্দে। সান্তোসও পেয়েছে প্রত্যাশিত এক জয়।

প্রায় এক বছরের অনুপস্থিতির পর, নেইমার গত অক্টোবরে পেশাদার ফুটবলে ফিরে আসেন। এরপর গেল মাসে সৌদি আরবের ক্লাব আল-হিলালের সাথে চুক্তি বাতিল করেন এই ব্রাজিলিয়ান তারকা। এরপরেই ফিরে আসেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে।
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তোসে নিজের প্রথম মেয়াদে তিনি ২২৫টি অফিসিয়াল খেলায় ১৩৮টি গোল করেছিলেন। এরপরেই পাড়ি জমান ইউরোপে। ১২ বছর পর ইউরোপ এবং সৌদি ঘুরে ফের চলে গিয়েছেন নিজের শেকড়ের ক্লাবে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy