খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

বর্ষসেরা টেস্ট ইনিংসের দৌড়ে মনোনয়ন পেল লিটনের সেই সেঞ্চুরি

সাদা বলের ক্রিকেটে লিটন কুমার দাসের ফর্মের অবস্থা খানিকটা টালমাটাল। যে কারণে আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও দলে জায়গা মেলেনি তার। তবে টেস্টে লাল বলের ক্রিকেটে গেল বছর তার ব্যাট হেসেছে, বাইশ গজে রঙ ছড়িয়েছেন বেশ ভালোভাবেই। যার স্বীকৃতিও পেলেন এবার। ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে লিটনের একটি সেঞ্চুরি।

২০২৪ সালের সেরা টেস্ট ইনিংস বাছাইয়ের জন্য ৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকইনফো। যেখানে লিটনের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের ওলি পোপ, ভারতের যশস্বী জয়সোয়াল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

২০০১ সাল থেকেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ। তবে ২০২৪ এর আগে কখনো জয়ের দেখা পায়নি। আরাধ্য সেই জয় এবার রাওয়ালপিন্ডিতে ধরা দেয়। এই সিরিজে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয় ও হোয়াইটওয়াশ করারও স্বাদ পায় বাংলাদেশ। যেখানে বড় অবদান ছিল লিটনের।

দুর্দান্ত সেঞ্চুরি উদযাপনের সময় লিটন কুমার দাস।

সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। এমন ধ্বংস স্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেন লিটন। সপ্তম উইকেট জুটিতে মিরাজের সঙ্গে গড়েন ১৬৫ রানের জুটি। শেষ পর্যন্ত ২২৮ বলে ১৩৮ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। আর বাংলাদেশ ম্যাচ জেতে ৬ উইকেটের ব্যবধানে। লিটনের এই ইনিংসটিই ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসে জন্য মনোনয়ন পেয়েছে।

এদিকে পোপের হায়দরাবাদ টেস্টে ভারতের বিপক্ষে করা ১৯৬ রানের ইনিংসটি মনোনয়ন পেয়েছে। আর জয়সাওয়ালের বিশাখাপত্তমে ইংল্যান্ডের বিপক্ষে করা ২০৯ রান, মুলতান টেস্টে ব্রুকের করা ৩১৭ রান ও ভারতের বিপক্ষে অ্যাডিলেডে হেডের করা ১৩০ রানের ইনিংসটি আছে এই সংক্ষিপ্ত তালিকায়।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy