জয় দিয়ে বিশ্বকাপে ছোট্ট টাইগ্রেসদের শুভসূচনা
আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
টসে জিতে প্রথমে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরু থেকেই নেপালের ব্যাটারদের চেপে ধরেন টাইগ্রেস বোলাররা। তাদের তান্ডবে দ্রুতই উইকেট হারাতে থাকে নেপাল। ১০ ওভার শেষে মাত্র ২১ রান তুলতে পারে নেপাল, উইকেট হারিয়েছে ৪টি।
ঝড় সামলে টিকে ছিলেন ওপেনার সানা প্রাভীন। ৩২ বলে ১৯ রান করে দলের ৩০ রানের মাথাতে আউট হন সানা। শেষ দিকে তেমন কেউ লড়াই করতে পারেননি। ১৬ বলে ১০ রানের ইনিংস খেলেছেন সীমানা কেসি। ১৮.২ ওভারের খেলা শেষে ৫২ রান করে অলআউট হয়েছে নেপাল। সীমানা এবং সানা বাদে কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।
বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেন জান্নাতুল মাওয়া। ১টি করে উইকেট নেন নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া এবং মোসাম্মৎ আনিসা আক্তার সোবা।
জবাব দিতে নেমে শুরুতে হোঁচট খেয়েছে বাংলাদেশ। দলীয় ১১ রানের মাথায় টপ অর্ডারের ৩ ব্যাটার সাজঘরে ফিরেছেন। এরপর সাদিয়া ইসলামকে সাথে নিয়ে প্রতিরোধ গড়েছেন দলীয় অধিনায়ক সুমাইয়া আক্তার। ২৪ বলে ১৬ রান করেছেন সাদিয়া। অন্যদিকে সমান বলে সুমাইয়া করেছেন ১২ রান।
রয়েসয়ে খেলে জয়ের দিকে এগিয়েছে বাংলাদেশ। আফিয়া আশিমা ইরা এবং জান্নাতুল মাওয়ার ব্যাটে চড়ে জয় তুলে নিয়েছে জুনিয়র টাইগ্রেসরা। ১৩ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন ইরা। অন্যদিকে মাওয়া টিকে ছিলেন ৯ বলে ৫ রান করে।
এই জয়ের ফলে বিশ্বকাপে শুভসূচনা করলো ছোট বাঘিনীরা। পরের ম্যাচ আগামী ২০ জানুয়ারি, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।