খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

লিটন-তানজিদ দুঃস্বপ্নেই কি তবে ছিটকে যাবে রাজশাহী…!

আছি।
বড্ড জানান দিতে ইচ্ছে করে—আছি।

প্রয়াত কবি হেলাল হাফিজের কবিতার এই লাইনের মতোই যেন লিটন কুমার দাস জানান দিয়ে গেলেন তার সময় ফুরায়নি।

 

লিটন কুমার দাস -এক বিস্ময়ের নাম। যার ব্যাট হাসলেই হাসে গোটা দেশের ক্রিকেট প্রেমী। ক্ল্যাসিক ব্যাটার খ্যাত এই লিটনকেই দেখার অপেক্ষায় পেরিয়ে গেছে কতো সময়, তবুও তার ব্যাট হাসলো না। অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়াটাই যেন তাতিয়ে তুলেছে ঘুমন্ত লিটনকে। জাতীয় দলের জায়গা হারানোর সেই হতাশাই হয়তো ঝাড়লেন দুর্বার রাজশাহীর বোলারদের ওপর।

বিপিএলে সিলেটে চার-ছক্কার বন্যা বইয়ে দিয়ে লিটন খেললেন বিধ্বংসী এক সেঞ্চুরি। বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ও বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ইনিংস খেলেছেন লিটন। এছাড়া বাউন্ডারি থেকে চতুর্থ সর্বোচ্চ রান (৯৪) নিয়েছেন তিনি। এবারের আসরে দেশিদের মধ্যে প্রথম সেঞ্চুরি পেয়েছেন লিটন (৫৫ বলে ১২৫ রান), একটু পরেই দ্বিতীয়টি পেয়েছেন তানজিদ (৬৪ বলে ১০৮ রান)। ইনিংসের ১৬তম ওভারে শরীফুল ইসলামকে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। তিন অঙ্কের ঘর স্পর্শ করেছেন ৪৪ বলে।

তবে রেকর্ডগড়া সেঞ্চুরি করেও মুখে হাসি নাই ৩০ বছর বয়সী ব্যাটারের। হাসিটা যেন আজ সকালে হারিয়ে গেছে তার। সেঞ্চুরি করার পর শুধু হেলমেট খুলে এক হাতে ব্যাট উচিয়ে পুরো গ্যালারিকে দেখালেন। ২০১৭ বিপিএলে রংপুরের হয়ে সমান ৪৪ বলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন ক্রিস গেইল।দ্রুততম ৪০ বলের সেঞ্চুরির রেকর্ডটা আহমেদ শেহজাদের। ২০১২ বিপিএলে বরিশাল বার্নসের হয়ে করেন পাকিস্তানি ব্যাটার।

বিপিএলে বাংলাদেশের অষ্টম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন লিটন। সবমিলিয়ে সেঞ্চুরির সংখ্যা ১০টি। তার আগে সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিম।

দুটি করে সেঞ্চুরি করেছেন তামিম ও তানজিদ তামিম। ‘ছোট’ তামিম দ্বিতীয় সেঞ্চুরিটি আজই করলেন।

শুধু ব্যক্তিগত রেকর্ডই গড়েননি লিটন-তানজিদ তামিম। দলীয় রেকর্ডও গড়েছেন দুজনে। বিপিএলের সর্বোচ্চ ২৪১ রানের ওপেনিং জুটি গড়েছেন তারা। অবশ্য শুধু ওপেনিংয়ে নয়, যেকোনো জুটিতেই। ওপেনিংয়ে আগের ১৯৭ রানের অপরাজিত রেকর্ডটি ছিল শাহরিয়ার নাফিস ও লুই ভিনসেন্টের, ২০১৩ সালে খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে। আর সবমিলিয়ে দ্বিতীয় দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ ২০১ রানের অপরাজিত জুটিটি ছিল ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের, ২০১৭ সালে রংপুরের হয়ে।

শুধু জুটির রেকর্ডই গড়েননি লিটন-তানজিদ। বিপিএলের দলীয় সর্বোচ্চ স্কোরও গড়েছেন তারা। ১ উইকেটে ২৫৪ রানের স্কোরটি এখন বিপিএলের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ২৩৯ রান। যৌথভাবে রেকর্ডটি ছিল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের।

তানজিদ তামিমের বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরির ইনিংসটি থেমেছে ১০৮ রানে। ৬৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ৮ ছক্কায়। আর ১২৫ রানে লিটন থাকেন অপরাজিত। ২২৭.২৭ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজিয়েছেন ১০ চার ও ৯ ছক্কায়।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy