নেইমারে নিঃস্ব আল হিলাল! চুক্তি নবায়নে অনিচ্ছা
একটা সময় ছিলো ব্রাজিলিয়ান তারকা নেইমারের প্রতিভায় ঈর্ষান্বিত হতো প্রত্যেক খেলোয়াড়রা। কিন্তু ইনজুরির কারণে নিজের ক্যারিয়ারের বেশির ভাগ সময় মাঠের বাইরেই থাকতে হয়েছে এই তারকা ফরোয়ার্ডকে।
বলতে গেলে ২০২৪ সালের পুরোটা সময় মাঠের বাইরেই ছিলেন তিনি। আল হিলালের হয়ে মাত্র ২টি ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার। বদলি হিসেবে মাঠে নেমে খেলেছেন মোটে ৪২ মিনিট। আর এই অল্প সময়ে নেইমার যে পরিমাণ অর্থ পেয়েছেন তা জানলে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য।
এই তারকা ইনজুরিতে পড়লেও তার বেতন চালিয়ে যেতে হয়েছে আল হিলালকে! ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, গত বছর ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার।
তার মানে প্রতি মিনিট মাঠে থাকার জন্য নেইমার পেয়েছেন প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয়, তাহলে আল হিলালের হয়ে ১ সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা!
এসিএল চোটের কারণে বর্তমানেও পর্যন্ত মাঠের বাইরে আছেন নেইমার। শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করতে ইচ্ছুক নয় আল হিলাল। তবে ক্লাবটি তার সঙ্গে চুক্তি নবায়ন না করলে নেইমার কোথায় যাবেন, তা এখনো স্পষ্ট নয়।
এর আগে ২০২৩ সালে ইউরোপ অধ্যায় শেষ হয় নেইমারের। পিএসজি থেকে বিশাল অঙ্কে দলে এই ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়ায় সৌদি আরবের ক্লাব আল হিলাল। এরপর পেরিয়ে গেছে ১৮ মাস। ইনজুরির কারণে এতো লম্বা সময়ে সৌদি ক্লাবের হয়ে মাত্র সাতটি ম্যাচে মাঠে নামেন নেইমার।