খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

পদত্যাগ করলেন বিসিবির দুই পরিচালক

সরকার পতনের পর জরুরি এক সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। ওই সভা আয়োজন হয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। তবে আজ নতুন সভাপতির নেতৃত্বে এবারের সভা হয় বোর্ডের নির্ধারিত কার্যালয়েই। যেখানে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের এটাই প্রথম সভা। ফলে নানা দিক থেকে এবারের বোর্ড সভা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিসিবির ১৩তম সভা শেষে পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও তানভির আহমেদ টিটু পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিষয়টি নতুন সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে প্রথম বোর্ড মিটিংয়ে এ ঘোষণা দেন তারা।

দলের পতনের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের বেশিরভাগ শীর্ষ নেতারা। আর যারা দেশে আছেন, তাদের প্রায় সকলেই আত্মগোপনে। নাদেলও তাদেরই একজন। সর্বশেষ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন তিনি। সরকার পতনের পর থেকে নাদেলের অবস্থান সম্পর্কে কিছুই জানা যায়নি। পদত্যাগ পত্র জমা দিতেও তিনি নিজে আসেননি। বিসিবিতে মেইল করে পাঠিয়ে দিয়েছেন।

এছাড়া গুঞ্জন আছে, বিসিবির আরেক পরিচালক তানভীর আহমেদ টিটু শীঘ্রই পদত্যাগ করবেন। তিনি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়া নাজমুল হাসান পাপন বোর্ড প্রধানের পদ থেকে পদত্যাগ করলেও এ বোর্ডে যারা সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত ও সম্পৃক্ত তারা আর বোর্ডে আসেননি।

এদের মধ্যে আছেন আ জ ম নাসির, নাইমুর রহমান দুর্জয়, শেখ সোহেল, শফিউল আল চৌধুরী নাদেল, ইসমাইল হায়দার মল্লিক, তানভির আহমেদ টিটু, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, আহমেদ নজিব, মঞ্জুর কাদের প্রমুখ পরিচালক।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy