নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্বে স্থায়ী হলেন ওরাম
নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলে এতদিন অস্থায়ী চুক্তিতে কাজ করলেও এবার স্থায়ীভাবে বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন জ্যাকব ওরাম। দেশটির সাবেক পেস বোলিং অলরাউন্ডার আগামী ৭ অক্টোবর থেকে কাজ শুরু করবেন।
এর আগে ওরাম গত বছর বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলে কাজ করেছিলেন। এরপর তিনি অস্ট্রেলিয়া সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও বোলিং কোচের দায়িত্বে ছিলেন।
কিউইদের বোলিং কোচের দায়িত্ব পেয়ে ওরাম বলেন, ‘ব্ল্যাকক্যাপসের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত। এমন একটি দলের সঙ্গে জড়িত হতে পারা যা আমার কাছে অনেক কিছু এবং আমার জীবনের একটি বড় অংশ ছিল, এটি সত্যিকারের সম্মানের।’
ওরাম নিউজিল্যান্ডের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ২২৯ ম্যাচ খেলেছেন। ২০১২ সালে অবসরের পর ২০১৪ সালে কোচিংকে পেশা হিসেবে গ্রহণ করেন তিনি। তখন নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন ওরাম।
২০১৮ সালে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পান এবং ২০২১ সাল পর্যন্ত সে দায়িত্ব পালন করেন।