সেমিতে যাওয়ার লড়াইয়ে রাতে জার্মানির বিপক্ষে লড়বে স্পেন
ইউরোর শ্রেষ্ঠত্বের মঞ্চে হাইভোল্টেজ ম্যাচের আগে উত্তাপ।টিকিটাকা নাকি পাওয়ার ফুটবল? কারা হাসবে শেষ হাসি!তবে সবকিছুর নিষ্পত্তি হতে যাচ্ছে আজ রাতে।ফুটবল সমর্থকরা একটা জমজমাট ম্যাচ দেখবে সে কথা বলাই যায়।বাংলাদেশ সময় ৫জুলাই রাত ১০টায় জার্মানির স্টুটগার্টে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচটি।
ইউরোর এইবারের আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে জার্মানি।এখন পর্যন্ত হারের মুখ দেখেনি তারা।গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৫-১ হারিয়ে উড়ন্ত সূচনা করে জার্মানরা।এরপর হাংগেরির সাথেও জয় পায় তারা।দ্বিতীয় রাউন্ডে ডেনমার্ককে হারায় ২-০গোলে।
স্বাগতিকদের চিন্তার কারণ হয়ে পারে অতীত পরিসংখ্যান। এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে দু’দুল।দু’দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারি স্প্যানিশদের।৩ ড্রয়ের বিপরীতে ৩টি জয় পেয়েছে স্প্যানিশরা।অন্যদিকে মাত্র ১ বার জয়ের দেখা পেয়েছিলো জার্মানরা।তবে এইবার যেহেতু ঘরের মাঠে খেলা সেহেতু জয়ের স্বপ্ন দেখতেই পারে জার্মানরা।
অন্যদিকে এইবারের আসরে কোনো ম্যাচ না হারা একমাত্র দল স্পেন।সবকটি ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।ফুটবলারদের সাম্প্রতিক ফর্ম,ট্যাকনিক,ট্যাক্টিস সবকিছু মিলিয়ে এইবারের শিরোপার অন্যতম দাবিদার স্পেন।দলে নেই কোনো ইঞ্জুরির শঙ্ক।ফিট স্কোয়াড পাচ্ছেন লুই দে লা ফন্তে।পরিসংখ্যানও কথা বলছে তাদের পক্ষে।
খেলার আগে দু’দলের কথার লড়াইও জমে উঠেছে বেশ।তরুণ তুর্কি লামিন ইয়ামাল যেমন স্পেনের তুরুপের তাস তেমনি টনি ক্রুসে ভয় লুই দে লা ফন্তের।ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জার্মান কোচ হুমিয়ান ন্যাগলসম্যান বলেন,”জানি ইয়ামাল একজন প্রতিভাবান খেলোয়াড়।তবে কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কঠিন প্রতিপক্ষের সাথে সে কেমন করে সেটা দেখার বিষয়। আমি যতোটা না ইয়ামালকে নিয়ে চিন্তিত তার চেয়ে বেশি ভাবছি জামাল মুসিয়ালাকে নিয়ে”।
কম যাননি লুই দে লা ফন্তেও।তিনি বলেন,”শক্তিমত্তায় আমরা জার্মানির থেক এগিয়ে থেকে নামবো।এটা অঘোষিত ফাইনাল।তিনি আরো বলেন,টনি ক্রুস একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।শক্তি থাকলে আমরা তার পা বেঁধে রাখতাম।
অতীত পরিসংখ্যান যাই হোক সাম্প্রতিক সময়ে দুই দলই আছে দারুন ছন্দে।জার্মানির স্টুটগার্টে একটি হাড্ডাহাড্ডি ম্যাচের লড়াই দেখতে পাবে ফুটবল ভক্তরা একথা বলাই যায়।