হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাবেক টাইগার ক্রিকেটার নাফিস ইকবাল
বাংলাদেশ ক্রিকেট দলের লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পালন করছেন নাফিস ইকবাল। সর্বশেষ বিশ্বকাপেও দলের সঙ্গে ছিলেন। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর নিজ বাড়ি চট্টগ্রামে অবস্থান করছিলেন নাফিস। আর সেখানেই আজ (শুক্রবার) অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।
এখনো হাসপাতালেই অবস্থান করছেন নাফিস। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
তিনি আরও জানালেন, গেল কয়েক দিন ধরেই মাথাব্যথায় ভুগছিলেন নাফিস। আজ অবস্থা বেশি খারাপ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।
এদিকে, নাফিসের অসুস্থতার খবর জানিয়ে চট্টগ্রাম স্টেডিয়ামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু ফেসবুকে লিখেছেন, ‘তামিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের খেলোয়াড়, বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিজ ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক, বিসিবির পরিচালক এবং নাফিজ ইকবালের চাচা আকরাম খান দেশবাসীর কাছে তার দ্রত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।