খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

অবশেষে স্বস্তির জয় পাকিস্তানের

অবশেষে স্বস্তির জয় পেলো পাকিস্তান। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে কানাডার দেওয়া ১০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ৭ উইকেটে জয় পায় পাকিস্তান।এইদিন ৪ ওভারে ১৪রান খরচায় ২ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।
এইদিন টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।ব্যাটিং করতে নেমে প্রথম ২ ওভারে ভালোই শুরু পায় কানাডা।তবে ছন্দপতন ঘটে ৩য় ওভারের শেষ বলে।আমিরে করা বলটিতে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেন কানাডিয়ান ওপেনার নাভনিত দালিওয়াল।৬ষষ্ঠ ওভারের শুরুতেই শাহীন আফ্রিদির শিকার হয়ে কানাডা হারায় তাদের আরেক টপ অর্ডার ব্যাটার পারগাত সিংকে।পাওয়ার-প্লে শেষে কানাডার সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২ উইকেটে ৩০ রান।পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারেই রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন নিকোলাস। তবে এক প্রান্ত তখনও আগলে রাখেন কানাডিয়ান ওপেনার অ্যারন জনসন।১০ ওভার শেষে কানাডার সংগ্রহ করে ৫ উইকেটে ৫৫ রান।দুর্দান্ত খেলতে থাকেন অ্যারন জনসন।মাত্র ৩৯ বলেই ফিফটি তুলেন এই ওপেনার ব্যাটার।তবে বিপত্তি বাধে ১৩ তম ওভারে।পাকিস্তানি পেসার নাসিম শাহ’র বলে বোল্ড আউট হয়ে ফিরে যান অ্যারন জনসন।আউট হওয়ার আগে এই ব্যাটার খেলে ৫২(৪৪বলে)রানের দুর্দান্ত এক ইনিংস। এরপরে আর রানের গতি বাড়াতে পারেনি তারা। ফলে ২০ ওভারে ১০৬ রানেই থামতে হয় তাদের।পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ আমির ও হারিস রউফ।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২০ রানে সাইম আইয়ুবের উইকেট হারায় পাকিস্তান। এই ওপেনার ৬ রান করে আউট হন।

এরপর বাবর ও মোহাম্মদ রিজওয়ান মিলে ৬২ বলে ৬৩ রানের জুটি গড়ে পাকিস্তানের হাল ধরেন। বাবর ৩৩ বলে ৩৩ রান করে আউট হয়ে গেছেন। ফখর জামান ফিরেছেন ৬ বলে ৪ রান করে। এরপর উসমান খানকে নিয়ে পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছেড়েছেন রিজওয়ান।

এই উইকেটরক্ষক ব্যাটার ৫৩ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন। উসমান মাঠ ছেড়েছেন ১ বলে ২ রান করে। কানাডার বোলারদের মধ্যে ২টি উইকেট নিয়েছেন ডিলন হেইলিজার। একটি উইকেট গেছে জার্মি গর্ডনের ঝুলিতে।

এই জয়ে সুপার এইটের আশা বাচিঁয়ে রেখেছে পাকিস্তান।এর আগে টানা ২ ম্যাচ হেরে বাদ পড়ার আশংকা দেখা দিয়েছিল তাদের। তবে সুপারে এইটে পাড়ি দিতে এখনো জটিল সমীকরণ মেলাতে হবে এই দলটিকে।

 

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy