নানা নাটকীয়তার পর বিপিএলে ফিরছেন মালিক
এবারের বিপিএলে শুরু থেকেই আলোচনায় ছিলেন শোয়েব মালিক। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই নিজের তৃতীয় বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন।
বিপিএল চলাকালীন শোয়েব মালিকের তৃতীয় বিয়ে নিয়ে যখন কানাকানি, তখনই তাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়- এক ওভারে তিনটি নো-বল করায়।গত ২২ জানুয়ারি মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিনটি নো-বল করেন ফরচুন বরিশালের হয়ে খেলতে আসা পাকিস্তানি এই অফস্পিনার। ওই ওভারে তিনি রান দিয়েছিলেন ১৮টি।
বরিশালের দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মালিকের সঙ্গে চুক্তি রয়েছে তাদের।
এর আগে মালিকের বিপিএল ছাড়া নিয়ে ছড়ায় নানা গুঞ্জন। এই বিষয়ে দুই রকম মন্তব্য করেন খোদ বরিশালের মালিক মিজানুর রহমান। পরে শোয়েব মালিক নিজেও সামাজিক মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে বার্তা দেন।
ঢাকায় প্রথম পর্ব শেষে দুবাই যান মালিক। দলের পক্ষ থেকে তখন জানানো হয়, পারিবারিক কারণে অল্প কিছু দিনের জন্য গিয়েছেন পাকিস্তানি তারকা। পরে জানা যায়, ৪ ফেব্রুয়ারির আগে বাংলাদেশে আসতে পারবেন না তিনি। তাই বরিশাল ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তাকে এবারের বিপিএলের জন্য আবার আসতে মানা করে দেওয়া হয়।
তার এই বার্তার পর সামাজিক মাধ্যম এক্সে বিশদ বার্তা দেন মালিক। তাকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবের তীব্র প্রতিবাদ জানান তিনি। তখন বরিশালের সামনের ম্যাচগুলোর জন্যও শুভকামনা জানান বর্ষীয়ান অলরাউন্ডার।
এই ঘটনার সপ্তাহ পেরোনোর আগেই এলো মালিকের বিপিএলে ফেরার খবর।
পাঁচ ম্যাচে এখন পর্যন্ত দুটি জয় পেয়েছে বরিশাল। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে তারা।