পাকিস্তানের হারের হ্যাটট্রিক || অ্যালেনের ১৬ ছক্কার রেকর্ড
লড়াইটা যেনো হলো ফিন অ্যালেন বনাম পাকিস্তান। বিধ্বংসী মেজাজে মনে রাখার মতো ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেন। পাকিস্তানের বোলাদের ওপর ঝড় বইয়ে দিয়ে রেকর্ড ১৬ ছক্কায় করেছে ঝড়ো সেঞ্চুরি। ইউনিভার্সিটি ওভালে বুধবার ফিন অ্যালেনের ব্যাট হেসেছে শুরু থেকেই। ডানেডিনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৪৫ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। বাবর আজমের টানা তৃতীয় ফিফটির পরও ২২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান তুলতে পেরেছে ১৭৯ রান।
৬২ বলে খেলেন ১৩৭ রানের অনবদ্য ইনিংস। ২০ ওভারে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ২২৪। ১৬ ছক্কা মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ডে অ্যালেন স্পর্শ করেন হাজরাতউল্লাহ জাজাইকে। আফগানিস্তানের এ ওপেনার ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংসে ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। আর এই ফরম্যাটে এটাই নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারের ব্যক্তিগত সর্বোচ্চ।
টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা তেমন ভালো হয়নি। ওপেনার ডেভন কনওয়েকে দলীয় ২৮ রানের মাথায় ফেরান হারিস রউফ। তবে এরপরই শুরু হয় অ্যালেন ঝড়। একের পর এক বাউন্ডারিতে ২৬ বলে করেন ফিফটি। আর সেঞ্চুরি করেন ৪৮ বলে। দ্বিতীয় উইকেট টিম সেফার্টকে নিয়ে ৬১ বলে যোগ করেন ১২৫ রান। ২০৩ রানের মাথায় ১৬ ছক্কা ও পাঁচটি চারে ১৩৭ রান করা অ্যালেনকে ফেরান জামান খান। এরপর আর সেভাবে রানের চাকা ঘুরেনি নিউজিল্যান্ডের।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংস থামে ১৭৯ রানে। বাবর আজমের ৩৭ বলে ৫৮ ছাড়া আর কেউ সেভাবে দাঁড়াতে পারেনি। ২০ বলে ২৪ রান করেন রিজওয়ান। শেষ দিকে নেওয়াজের ২৮ রান হারের ব্যবধান শুধু কমিয়েছে।