হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে পাকিস্তান সিরিজ ‘শেষ’ উইলিয়ামসনের
হ্যামিল্টনে রোববার দুই দলের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে উইলিয়ামসনের। এরপর আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ১৫ বলে ২৬ রান করে মাঠ ছাড়তে হয় তাকে।
পুরনো হাঁটুর চোট পর্যবেক্ষণের জন্য পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টিতে বিশ্রামে থাকার কথা ছিল উইলিয়ামসনের। আগামী বুধবার মাঠে গড়াবে ম্যাচটি। হ্যামস্ট্রিংয়ের নতুন এই চোটে শেষ দুই ম্যাচেও তাকে পাওয়া নিয়ে জেগেছে অনিশ্চয়তা। ১৯ ও ২১ জানুয়ারি হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।
পাকিস্তান সিরিজ শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউ জিল্যান্ড। আগামী ৪ ফেব্রুয়ারি শুরু দুই দলের প্রথম টেস্ট।
সাদা পোশাকের আসছে সিরিজে উইলিয়ামসনকে পুরোপুরি ফিট পেতে চান কিউই কোচ গ্যারি স্টেড। তাই কোনোরকম ঝুঁকি নিতে নারাজ তিনি।
“যেহেতু টেস্ট ম্যাচের খুব বেশি দেরি নেই, এবং ওটাই সর্বোচ্চ অগ্রাধিকারের জায়গা…তাই সে যেন ওই ম্যাচগুলোর জন্য তৈরি থাকে, সেটা নিশ্চিত করার চেষ্টা থাকবে আমাদের।”
উইলিয়ামসন না খেললে পাকিস্তান সিরিজের বাকি তিন ম্যাচে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে কিছুই জানায়নি নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। দ্বিতীয় টি–টোয়েন্টিতে তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছিলেন অভিজ্ঞ পেসার টিম সাউদি।