খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ৩রা জানুয়ারি ২০২৫

বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠানো হল হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে

এবারের ১৩তম বিশ্বকাপ চলাকালে একজন ক্রিকেটাররের গায়ে হাত তোলার মতো গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। সেই ক্রিকেটার নাসুম আহমেদকে চড় মারার অভিযোগের তদন্ত চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার ডাকযোগে এবং ইমেইলে এই লিগ্যাল নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান। নোটিশে তিনি উল্লেখ করেন জাতীয় দলের কোচ হাথুরু নাসুমকে অপমান করেছেন। নোটিশে আরো বলা হয়েছে, দোষ প্রমাণিত হলে জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে বিসিবিকে। এছাড়া ৭২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় ব্যবস্থা না নিলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে নোটিশে।

এদিকে বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের বিশেষ কমিটি করেছে বিসিবি। এই কমিটিতে আছেন তিন প্রভাবশালী বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজ, মাহবুবুল আনাম ও আকরাম খান। গায়ে হাত তোলার ইস্যুতে কথা বলেছেন বিসিবির পরিচালক আকরাম খান। তিনি জানান, গণমাধ্যমে হাথুরুসিংহের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটি সত্যি হলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘যেগুলো নিউজ হয়েছে, সেগুলো সত্য কিনা দেখব। সত্য হলে কেন হয়েছে। এ ধরনের ঘটনা তো হওয়ার কথা না। সবাইকে যাচাই করা হবে, আলাপ করা হবে। তার পর সিদ্ধান্ত নেব। যেই দোষী হবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy