খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪

শাকিল-বাবরের অর্ধশতকে পাকিস্তানের সংগ্রহ ২৭০

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিশ্বকাপের আজকের ২৬তম ম্যাচটি অনুষ্ঠিত হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল করতে পারেনি পাকিস্তান, দলীয় ৩৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং ইমাম উল হক। ১৭ বলে ৯ রান করেন শফিক, অন্যদিকে ইমাম ১৮ বলে ১২ রান করেই সাজঘরের পথে হাঁটেন।
এরপর পাক অধিনায়ক বাবর আজম মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ব্যাট হাতে দুজনে বেশ ভালোই খেলছিলেন। তৃতীয় উইকেটে রিজওয়ান এবং বাবর মিলে যোগ করেন ৪৮ রান। ২৭ বলে ৩১ রানের ইনিংস খেলে দলীয় ৮৬ রানের মাথায় বিদায় নেন রিজওয়ান। কিন্তু বাবর এক প্রান্ত আগলে রেখে দারুণভাবে খেলে যাচ্ছিলেন।

মাঝে ইফতিখার নেমে ৩১ বলে ২১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে গেলেও বাবরকে থামানো যাচ্ছিল না। কৌশলী ব্যাটিংয়ে দারুণ এক ফিফটি তুলে নেন তিনি। তবে ফিফটির পরে বেশিদূর আগাতে পারেননি বাবর, ৬৫ বলে ৫০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান পাকিস্তানের এই অধিনায়ক। দলের রান তখন ১৪১। বাবরের সাজঘরে ফেরার পর দলের হাল ধরেন শাদাব খান এবং সাউদ শাকিল। দুজনে দ্রুতই ক্রিজে জমে চালিয়েছেন দায়িত্বশীল ব্যাটিং। পরিস্থিতির দাবি মেনে তাদের কৌশলী ব্যাটিংয়ে একটু একটু করে আগাতে থাকে পাকিস্তানের ইনিংস।

সময় সুযোগ বুঝে অযথা ঝুঁকি না নিয়ে রানের গতি বাড়িয়েছেন শাদাব এবং শাকিল। দুজনেই ফিফটির খুব কাছে চলে গেলেও হতাশায় পুড়েছেন শাদাব। ৩৬ বলে ৪৩ রানের ইনিংস খেলে দলের ২২৫ রানের মাথায় আউট হন শাদাব খান। ৬ষ্ঠ উইকেটের এই জুটিতে দুজন মিলে যোগ করেন ৮৪ রান। সঙ্গী শাদাব ফিফটি ছুঁতে না পারলেও দেখেশুনে খেলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটির দেখা পান শাকিল। তবে অধিনায়ক বাবরের মতো ফিফটির পরে বেশিদূর যেতে পারেননি শাকিল, ৫২ বলে ৫২ রান করে তিনি ফিরে যান সাজঘরের দিকে। শেষ দিকে মোহাম্মদ নাওয়াজ ২৪ বলে ২৪ রানের ইনিংস খেললে ২৫০ পার করে পাকিস্তান।
শেষপর্যন্ত ৪৬.৪ ওভারে ২৭০ রান তুলতে অলআউট হয় পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট শিকার করেন তাবরিজ শামসি, ৩ উইকেট নেন মার্কো ইয়ানসেন, ২ উইকেট তোলেন কেশভ মহারাজ। অন্যদিকে ১ উইকেট ঝুলিতে পুড়েছেন লুঙ্গি এনগিডি।

স্কোর

https://www.espncricinfo.com/series/icc-cricket-world-cup-2023-24-1367856/pakistan-vs-south-africa-26th-match-1384417/live-cricket-score

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy