লংকানরা ৮ উইকেটে জয়ী
বিশ্বকাপের এবারের আয়োজনের ২৫তম ম্যাচটি অনুষ্ঠিত হয় বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ শ্রীলংকা টসে হেরে বোলিং করতে নেমেই ইংলিশ শিবিরের ব্যাটিং ধস নামিয়ে দেয়। ৩৩.২ ওভারেই মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস।
আগের তিনটি ম্যাচ হেরে দুই দলই ছিল কোণঠাসা অবস্থায়।। ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য লংকানরা পেরিয়ে গেছে ২৪.২ ওভার বাকি থাকতেই, যেটি বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে তাদের টানা পঞ্চম জয়। আর লংকানদের কাছে হেরে পয়েন্ট টেবিলে বাংলাদেশেরও নিচে অবস্থান করছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। টসে হেরে বোলিং করতে মাঠে নেমে ইনিংসের প্রথম বলেই দিলশান মাধুশঙ্কার এলবিডাব্লিওর শিকার হতে পারতেন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। কিন্তু রিভিউ না নেওয়াতে সে সুযোগ হারায় লংকানরা। তাতেও কোন লাভ হয়নি ইংলিশদের, ৪৫ রানে প্রথম উইকেট হারানোর পর ইংল্যান্ডের ব্যাটসমেনরা শুধু সাজঘরে আশা-যাওয়ার মহড়া দিচ্ছিলেন বলে মনে হচ্ছিলো। ওপেনার মালান আউট হবার পর, দলীয় ৫৭ রানে রুট, ৬৮ রানে বেয়ারস্টো, ৭৭ রানে বাটলার এবং ৮৫ রানে লিভিংস্টোন আউট হয়ে সাজঘরে ফিরে গেলে ইংলিশদের হাত থেকে ম্যাচ বেরিয়ে চলে যায় লংকানদের হাতে। নির্ধারিত ৫০ ওভার ম্যাচে মাত্র ৩৩.২ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান করে ইংলিশরা। লংকান শিবিরের লাহিরু কুমারা ৩টি, ম্যাথিউস ও রাজিথা ২টি করে উইকেট নিয়ে ইংলিশদের ব্যাটিং ইনিংসের ধস নামায়।
১৫৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে লংকানদের বেশি বেগ পেতে হয়নি। ২৫.৪ ওভারেই মাত্র ২ উইকেট খরচায় লংকানরা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ইনিংসের শুরুতে ১.৫ ওভারে ৯ রানের মাথায় লংকান ওপেনার কুশাল পেরেরা এবং ৫.২ ওভারে দলীয় ২৩ রানের মাথায় তিনে ব্যাট করতে নামা অধিনায়ক কুশাল মেন্ডিস আউট হয়ে সাজঘরে ফিরে গেলে ইংলিশ সমর্থকদের বুকে ম্যাচ জয়ের ক্ষীণ আশা জাগলেও বেশিক্ষন স্থায়ী হয়নি। মিডল অর্ডার ব্যাটসমেন সাদিরা সামারাবিক্রমা চার নাম্বার পজিশনে ব্যাট করতে নেমে ইংল্যান্ড সমর্থকদের মন ভেঙে দেন। পাথুম নিশাঙ্কার সঙ্গে ১৩৭ রানের জুটি বেঁধে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন সাদিরা সামারাবিক্রমা। দুইজনেই তুলে নেন দুর্দান্ত অর্ধশতক। পাথুম নিশাঙ্কা ৮৩ বলে ৭৭ এবং সাদিরা সামারাবিক্রমা ৫৪ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। লংকানদের ২টি উইকেট উইকেট শিকার করেন ইংলিশ বোলার উইলি।
স্কোর