পাকিস্তানকে ৬২ রানে হারালো অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার দেয়া ৩৬৭ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক ইনিংসের শুরুটা বেশ ভাল ভাবেই করেছিল। উদ্বোধনী জুটিতে ১৩৪ রান করে সাজঘরে ফেরার আগে আব্দুল্লাহর সংগ্রহ ছিল ৬১ বলে ৭টি চার আর দুটি ছক্কায় ৬৪ রান।
এরপর মাত্র ২০ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ইমাম-উল-হকও। মার্কাস স্টয়নিসের শিকার হবার আগে ৭১ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৭০ রান করেন ইমাম। তিন নাম্বার পজিশনে ব্যাট করতে নেমে ১৪ বলে মাত্র ১৮ রান করে সাজঘরে ফেরেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।তার বিদায়ে ২৬.২ ওভারে ১৭৫ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।
এরপর সৌদ শাকিল (৩০), ইফতেখার আহমেদ (২৬), মোহাম্মদ রিজওয়ানরা (৪৬) একের পর এক আউট হতে থাকলে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। শেষদিকে রীতিমতো উইকেট পতনের কারণে ৪৫.৩ ওভারে ৩০৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা।
শুক্রবার ভারতের বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের ১৮তম ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দুই অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে। ৩৩.৫ ওভারে ২৫৯ রান করে বিশ্বকাপের ইতিহাসে ষষ্ট সর্বোচ্চ রানের জুটি বাঁধেন এই দুই ওপেনার।
স্কোর