হার্ভার্ডের শিক্ষককে কুরআন উপহার দিলেন রিজওয়ান
২২ গজ পেরিয়ে আমেরিকার ঐতিহ্যবাহী হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হয়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে বিজনেস অব ইন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগে ভর্তি হয়েছেন তারা।
গত ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত তাদের ম্যাসাচুসেটসের বোস্টন ক্যাম্পাসে ক্লাস করেছেন তারা। ক্রিকেট মাঠে এ দুজনই তাদের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে পরিচিত হলেও মাঠের বাইরে মোহাম্মদ রিজওয়ানের আলাদা খ্যাতি আছে ইসলাম প্রচারক হিসেবে।
এবারও সেইরকম একটি কাজ করে ফের প্রশংসায় ভাসছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এবার হার্ভার্ডের শিক্ষককে কুরআন উপহার দিলেন তিনি।
অনুষ্ঠানের শেষ দিন রিজওয়ান হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে তার শিক্ষককে একটি পবিত্র কুরআন উপহার দিয়েছেন। এর মাধ্যমে রিজওয়ান শুধু সুযোগের সদ্ব্যবহার করেননি, বরং তার বিশ্বাস ও মূল্যবোধের প্রতি তার অঙ্গীকারও প্রদর্শন করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি ক্রিকেটারের এই যুগান্তকারী উদ্যোগ সম্ভবত নতুন প্রজন্মের ক্রিকেটারদের তাদের ক্রীড়া ক্যারিয়ারের পাশাপাশি শিক্ষা লাভে অনুপ্রাণিত করবে।