খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪

২০২৬ বিশ্বকাপেও মেসিকে চায় আর্জেন্টিনা

0

কাতার বিশ্বকাপের পর্দা নেমেছে এখনো অর্ধেকটা বছরও ফুরুইনি। এরই মধ্যে বিশ্বকাপের ২৩তম আসর নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে ফিফা। ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইতোমধ্যে উন্মোচন হয়ে গেল বিশ্বকাপের লগো। চলতি বছর থেকেই শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্বের প্রতিযোগিতা।

বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুঁচে আলবিসেলেস্তেদের। দেশটিতে এখনো রয়ে গেছে তৃতীয় বিশ্বকাপ জয়ের রেশ। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে মহা পরিকল্পনা। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া জানিয়েছেন পরবর্তী বিশ্বকাপ নিয়ে নিজেদের ভাবনার কথা।

একই সঙ্গে মুখ খুলেছেন, মেসিকে রাখা না রাখা নিয়েও।

২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি? তাকে নিয়ে কি পরিকল্পনা করছে আজেন্টিনা। এমন এক প্রশ্নের উত্তরে তাপিয়া আর্জেন্টাইন গণমাধ্যম ওলেকে বলেছেন, ‘আমি সব সময়ই তাকে মাঠে দেখতে চাই। আমি চাই সে খেলে যাক, খেলাটা উপভোগ করুক। এখন আমরা তাকে খেলাটা উপভোগ করতে দেখছি। সে আনন্দিত ও গর্বিত।’

এএফএ প্রধান আরও বলেন, ‘অনেক বাজে সময়ও গেছে তার, যেগুলো সত্যিই তার মতো একজনের জন্য ঠিক ছিল না। আমি মনে করি, বিশ্বকাপে আমরা সেরা মেসিকে পেয়েছি। প্রতিটি ম্যাচে সে উন্নতি করেছে। সে এমন একটা বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, যে সময়ে অনেকেই বলে, ‘তোমার সময় শেষ।’

কোপা আমেরিকায়ও থাকছেন এল এম টেন। ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল প্রধান। তিনি বলেন, ‘আমরা গর্বিত যে, সে বিশ্বকাপ শিরোপা জিতেছে। আমরা তাকে মাঠে আরও দেখতে চাইব। আগামী বছর আমাদের কোপা আমেরিকা আছে। তাকে নিয়ে আরও শিরোপা জিতব’।

তাপিওর মতো কোটি ভক্তের চাওয়া মেসি যেন আজীবন দাপিয়ে বেড়াক ফুটবল মাঠ, সুরভি ছড়াক পুরো পৃথিবী জুড়ে।

 

 

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy