বার্সা দিবে ভালোবাসা, সৌদি দিবে টাকা- কোথায় যাবেন মেসি
পিএসজিতে গিয়ে মু্দ্রার এপিঠ-ওপিঠ দেখলেন লিওনেল মেসি। পিএসজিতে যোগ দেওয়ার সময় যাকে নিয়ে হর্ষধ্বনি হয়েছিল সেই তাকে এখন দুয়োধ্বনি দিচ্ছে পিএসজি সমর্থকরা।
এর মধ্যে পিএসজি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সৌদি সফরে যাওয়ায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন মেসি। এ ঘটনায় পরশু রাতে এক ভিডিও বার্তায় ক্ষমাও চেয়েছেন। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে পিএসজির জার্সিতে আবার দেখা যাবে তাকে। তবে জুনে চুক্তির মেয়াদ ফুরোলে তিনি যে আর প্যারিসে থাকছেন না, এটা অনেকটা নিশ্চিত।
মেসির পরবর্তী গন্তব্য হিসেবে দুটি ক্লাবের নাম শোনা যাচ্ছে-বার্সেলোনা ও আল-হিলাল। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সৌদি ফুটবলে নাম লেখাবেন মেসি, এমন গুঞ্জনই চলছে বেশি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, চুক্তির মেয়াদ ফুরোনোর এক মাস আগেই পিএসজি ছাড়তে চান মেসি। প্যারিসে আর মন বসছে না তার। আগামী বছর আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় খেলা যাতে সহজ হয়, তাই আপাতত ইউরোপেই থাকতে চাইছেন মেসি। তবে তাকে ফেরানো বার্সার পক্ষে খুব একটা সহজ হবে না।
লা লিগার বেতনসীমা-সংক্রান্ত নীতি অনুযায়ী, বার্সাকে আগামী মৌসুমে নতুন খেলোয়াড় নিবন্ধন করাতে হলে হয় ২৫ কোটি ইউরো (প্রায় ৩০০০ কোটি টাকা) পারিশ্রমিক বিল কমাতে হবে অথবা সমপরিমাণ অর্থ নিজেদের রাজস্বে জমা করতে হবে। সেটিতেও ব্যর্থ হলে বিকল্প একটা পথ খোলা আছে।
অনুমোদিত স্কোয়াডের বাইরে খেলোয়াড় নিতে চাইলে লা লিগার বেতনসীমা-সংক্রান্ত নীতির ‘৪০ শতাংশ খরচের নিয়মের’ আওতায় পড়বে তারা। এই নিয়ম হলো আগে কর্তৃপক্ষকে ১১ কোটি ২৭ লাখ ইউরো আয় দেখাতে হবে। সেখান থেকে ৪০ শতাংশ বা ৪ কোটি ৫০ লাখ ইউরো খরচ করতে হবে।
ইউরোপীয় সংবাদমাধ্যমের দাবি, বার্সায় দ্বিতীয় অধ্যায়ে মেসির বেতন হবে আগের চার ভাগের এক ভাগ। অর্থাৎ অঢেল টাকা ছাড়া মেসিকে সব ধরনের সুযোগ-সুবিধা দেবে কাতালান ক্লাবটি। বার্সায় নাম লেখালে মেসিও থাকতে পারবেন ইউরোপের ফুটবলে, খেলতে পারবেন চ্যাম্পিয়নস লিগ। এখানে পুরোনো বন্ধুদের সঙ্গে সময়টাও হয়তো ভালো কাটবে তার।
ওদিকে মেসির জন্য বছরে ৪৬১৯ কোটি টাকার প্রস্তাব দিয়ে রেখেছে সৌদির ক্লাব আল-হিলাল, যা আল-নাসরে রোনালদোর বেতনের প্রায় দ্বিগুণ। সৌদি ফুটবলে নাম লেখালে দেশটির পর্যটন দূত হিসেবে কাজ করতেও সুবিধা হবে তার।
আরেকটি বিকল্পও খোলা আছে মেসির। তাকে ক্লাবের মালিকানার অংশ দিয়ে নিতে চায় ডেভিড বেকহামের ইন্টার মায়ামি। মার্কিন মুলুকে একটি বাড়িও কিনে রেখেছেন ৩৫ বছর বয়সী তারকা।