সাগরিকায় সাকিব-ইফতিখারের তাণ্ডব, হেরেই চলেছে রংপুর
সাইক্লোন, ঝড় কিংবা তাণ্ডব। কিছুতেই আজকের সাকিব-ইফতেখারের ইনিংসটাকে মুল্যায়িত করা যাবে না। করলেও কম হয়ে যাবে। সাগরিকার ইয়া মস্ত বড় মাঠটাকে যেন আজ এই দুই ব্যাটার ঘরের উঠোন বানিয়ে ফেলেছিলেন। কখনো মাটি কামড়ে চার তো কখনো হাওয়ায় ভাসিয়ে গ্যালারিতে আছড়ে ফেলে ছক্কা। এই দুই ব্যাটারের বড় জয় তুলে নিল বরিশাল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলটির কাছে ৬৭ রানে হেরেছে রংপুর। আগে ব্যাট করে চার উইকেট হারিয়ে ২৩৮ রানের সংগ্রহ গড়ে ফরচুন বরিশাল। বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের সংগ্রহ এটি। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭১ রানের বেশি করতে পারেনি রংপুর।
বিশাল টার্গেটে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। ৩ চারে ১৮ বলে ১৮ রান করে সাজঘরে ফেরত যান রনি তালুকদার। তিনি হন রান আউট। আরেক উদ্বোধনী ব্যাটার সায়েম আয়ুবী বোল্ড হন মিরাজের বলে, ১৮ বলে করেন ১৮ রান।
ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি রংপুর। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন শামীম, ২৩ বল খেলে ৩ চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি। এছাড়া ৬ চারে ১৮ বলে ৩১ রান করেন মোহাম্মদ নাঈম শেখ। মোহাম্মদ নাওয়াজের ব্যাটে ২৪ বলে আসে ৩৩ রান।
এর আগে ইফতিখার আহমেদের ঝড়ো সেঞ্চুরি এবং সাকিব আল হাসানের ৮৯ রানে ভর করে স্কোরবোর্ডে ২৩৮ রানের রেকর্ড সংগ্রহ দাঁড় করে বরিশাল।