মাত্র ৩৩ বছর বয়সেই ফুটবলকে বিদায় বললেন গ্যারেথ বেল
আন্তর্জাতিক ও ক্লাব। সব ধরনের ফুটবলকেই বিদায় জানালেন ওয়েলসের তারকা ফুটবলার গ্যারেথ বেল। মাত্র ৩৩ বছর বয়সেই সবাইকে অবাক করে দিয়ে এই সিদ্ধান্ত নিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে বেল লিখেছেন,” অনেক যত্ন সহকারে এবং চিন্তাভাবনার পর একটা সিদ্ধান্তে পৌঁছেছি। আমি ঘোষণা করতে চাই, এই মুহূর্ত থেকেই ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছি। আমি খুবই ভাগ্যবান, যে খেলাকে ভালো বেসেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, সেই খেলা সর্বোচ্চ স্তরে খেলতে পেরেছি।”
বেল আরও বলেন, “জীবনের অন্য়তম সেরা কিছু মুহূর্ত পেয়েছি ফুটবলের সৌজন্যে। ১৭ বছরের বেশি সময় এই খেলার সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ পেয়েছি। দেশের হয়ে খেলা এবং নেতৃত্ব দেওয়া, আমার কেরিয়ারের গর্বের মুহূর্ত।”
গ্যারেথ বেলের নেতৃত্বেই দু-বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করেছে ওয়েলস। ২০১৬ ইউরো কাপে সেমিফাইনালে উঠেছিল ওয়েলস। ৬৪ বছর পর তার দেশ ওয়েলস বিশ্বকাপে খেলার সুযোগ পায় কাতারে। যেখানে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচটি ছিল বেলের জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ।
তার শেষ ক্লাব ছিল মেজর লিগ সকারের এল এ এফসি। যে ক্লাবকে গেল মৌসুমে শিরোপা জেতাতে ভালো অবদান রেখেছিলেন বেল।