হোয়াইটওয়াশ এড়াল ভারত, বড় ব্যবধানে পরাজয় টাইগারদের
ভারতের জন্য যেটা ব্যাটিং স্বর্গ, সেটা বাংলাদেশের জন্য হয়ে উঠল মৃত্যুপুরী। আগের দুই ম্যাচে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। শেষ এবং তৃতীয়টিতে হারালে হতো হোয়াইট ওয়াশ। কিন্তু হলো আর কই? উল্টো বড় ব্যবধানে হারতে হলো লাল-সবুজ প্রতিনিধিদের।
শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে সফরকারী ভারত ৪০৯ রান সংগ্রহ করে। ১০টি ছক্কা ও ২৪টি চারে ১৩১ বলে ২১০ রান সংগ্রহ করেন ওপেনার ইশান কিষান। কোহলিও তুলে নেন ক্যারিয়ারের ৭২তম শতক।
অন্যদিকে বড় লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৮২ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে হারতে হলো ২২৭ রানের বড় ব্যবধানে। রানের হিসেবে বাংলাদেশের এর চেয়ে বড় ব্যবধানে হার আছে মাত্র একটি। ২০০০ সালে পাকিস্তানের কাছে ২৩৩ রানে হেরেছিলো তারা।