বিশ্বকাপের সেরা একাদশে নেই কোন বাংলাদেশি, ইংল্যান্ড ও ভারতের আধিপত্য
শেষ হয়েছে চার-ছয়ের ধুম ধারাক্কা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। আর এই পুরো টুর্নামেন্ট জুড়ে আলো কেড়ে নেওয়া খেলোয়াড়দের বাছাই করে সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে নেই কোন বাংলাদেশি।
এবারের বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নেয়। ১২টি দল খেলে বিশ্বকাপের মূলপর্বে। যারা নিজেদের সেরাটা দিয়ে খেলেছেন তাদের নিয়েই সাজানো হয়েছে সেরা একাদশ। সেরা একাদশে আছেন- চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ভারতের ৩ জন করে, রানার্সআপ দল পাকিস্তানের দুইজন। এছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের একজন করে।
টি-২০ বিশ্বকাপ থেকে লজ্জাজনক হাতে বিদায় নিলেও সেরা একাদশে জায়গা পেলেন তিন ভারতীয়। সেরা একাদশে রয়েছেন; অ্যালেক্স হেলস, জস বাটলার, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, শাদাব খান, এনরিখ নরখিয়া, মার্ক উড, শাহিন আফ্রিদি, আর্শদীপ সিং।