খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪

ব্রিটিশদের বিশ্বজয়

0

কলকাতার খলনায়ক থেকে লর্ডসে নায়ক বনে যাওয়া, সেখানের রেশ টেনে আনলেন মেলবোর্নে। অবিশ্বাস্য, দুর্দান্ত, অদম্য! এই সবক’টা বিশেষণ বুঝি একটু কমই হয়ে যাবে বেন স্টোকসের জন্য। বড় খেলোয়াড়রা বড় মঞ্চের জন্য অপেক্ষা করেন। কথাটার যথার্থতা আরও প্রমাণ করলেন তিনি। ফলে সাদা বলের ক্রিকেটে আরও একবার নিজেদের রাম রাজত্ব প্রমাণ করল ইংল্যান্ড।

রবিবার অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরল জস বাটলাররা। মামুলি লক্ষ্যেও যেভাবে ইংলিশদের ঠুটি চেপে ধরেছিল পাক বোলাররা; শাহিন শাহ আফ্রিদি ইনজুরিতে না পড়লে ফলাফল অন্য রকম হতে পারত। তবে তা ঠিকটাক উতরে গেছে বেন স্টুকস-বাটলাররা।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy