খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ২৭শে জুলাই ২০২৪

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

0
আর মাত্র ১৩ দিনের অপেক্ষা। তার পরেই কাতারে পর্দা উঠবে ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণের আসর ফুটবল বিশ্বকাপ। যার ঢামাডোল ইতোমধ্যে বাজতে শুরু করেছে। তারই ধারাবাহিকতাই এবার বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল ব্রাজিল।

সোমবার (৭ নভেম্বর) ব্রাজিল কোচ তিতে এই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্লাবে পারফর্ম করাদের উপর কাঁটা-ছেড়া চালিয়ে এই তালিকা প্রকাশ করেন তিনি। তবে দলে নতুন কোন চমক না থাকলেও; বাদ পড়েছেন লিভারপুলের ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো।

ব্রাজিলের বিশ্বকাপ শুরু হচ্ছে ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে। গ্রুপ ‘জি’তে ব্রাজিলের অপর দুই ম্যাচে ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে আর ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে।
২৬ সদস্যের ব্রাজিল দলঃ

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন মোরেস, ওয়েভারটন।

রক্ষণভাগ: দানিলো , অ্যালেক্স সান্দ্রো , দানি আলভেজ , অ্যালেক্স তেয়াস, থিয়াগো সিলভা, এডার মিলিতাও , মার্কুইনহোস, ব্রেমার।

মধ্যমাঠ: কার্লোস ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ফ্রেড, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, এভারটন রিভেইরো।

আক্রমণভাগ: নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, অ্যান্থনি, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, পেদ্রো, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy