ফুটবল থেকে অবসরের ঘোষণা জেরার্ড পিকের
অবসরের ঘোষণা দিয়েছেন বার্সেলোনা এবং স্প্যানিশ কিংবদন্তি ডিফেন্ডার জেরার্ড পিকে। সাম্প্রতিক সময়ে বার্সেলোনার ব্যর্থতা এবং নিজের বাজে ফর্মের কারণে এমন সীদ্ধান্ত নিয়েছেন তিনি। একটি ভিডিও এবং বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেই বিষয়টা নিশ্চিত করেছেন।
বার্সাতে সময়টা ভালো যাচ্ছিলোনা পিকের। গত ৩ সিজন ধরে ফর্ম তার আগের তুলনায় অনেক বেশি ডাউন ছিলো। চলতি সিজনে চ্যাম্পিয়নস লীগ থেকে বার্সেলোনা বিদায় নেওয়ার পর গুঞ্জন উঠেছিলো লংটার্ম কন্ট্রাক্ট থাকার পরও জানুয়ারিতে ক্লাব ছাড়ার। সেই গুঞ্জনই আংশিক সত্য হলো। ক্লাব ছাড়বেন তবে অন্য কোনো ক্লাবে যাবেন না। একেবারে পাকাপাকি অবসরে চলে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই কাতালান।
ফুটবলের পাশাপাশি পিকে একজন ব্যবসায়ীও। তার রয়েছে বেশ কয়েক ধরনের ব্যবসা। ২ সিজন আগে একটি ফুটবল ক্লাবও কিনেছিলেন যেটা এখন বেশ উন্নতি করেছে। ধারণা করা হচ্ছে ফুটবল থেকে অবসর নিয়ে তিনি ব্যবসাতেই মনোযোগ দিবেন। এর আগে একবার তিনি নিশ্চিত করেছিলেন তার বার্সেলোনার প্রেসিডেন্ট হবার ইচ্ছার কথা। হয়তো আগামী নির্বাচনে তাকে বার্সেলোনার প্রেসিডেন্ট পদে লড়তেও দেখা যাবে।
ক্লাব এবং জাতীয় দলে সব ধরনের ট্রফি জিতেছেন জেরার্ড পিকে। বর্ণিল ক্যারিয়ারে ইউরো, চ্যাম্পিয়নস লীগ, লা লীগা, প্রিমিয়ার লীগ, ওয়ার্ল্ড কাপ সবই জিতেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। তাই নিঃসন্দেহে অবসরে যাচ্ছেন ফুটবলের একজন কিংবদন্তী হিসেবে। ফুটবল তাকে মনে রাখবে বল প্লেয়িং সেন্টার ব্যাক হিসেবে রেভ্যুলেশনের কারণে। আগামী শনিবার ক্যাম্প ন্যু’তে আলমেরিয়ার বিপক্ষে বার্সেলোনা হয়ে নিজের প্রফেশনাল ক্যারিয়ারের শেষ ফুটবল ম্যাচটি খেলবেন তিনি।