আইরিশদের হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অস্ট্রেলিয়া
একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা জিতেই যাচ্ছিল আইরিশরা। তবে সব শঙ্কা উড়িয়ে জিতেই নিল অ্যারন ফিঞ্চের দল। যার ফলে সেমির লড়াইয়ে টিকে রইল অস্ট্রেলিয়া। অবশ্য ম্যাচে আয়ারল্যান্ডের সামনে কম কাঠখড় পোড়াতে হয়নি মাইটি অস্ট্রেলিয়ার।
গ্যাবায় আয়ারল্যান্ডকে ৪২ রানের বড় ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট এখন ৫। সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে নিউজিল্যান্ড। আইরিশরা এখন চারে।