সৌরভ অধ্যায় শেষ, বিসিসিআইয়ের নতুন সভাপতি রজার বিনি
সৌরভের বদলে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হলেন রজার বিনি। ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা এবং ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন বিনি।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ৩৬ তম সভাপতি নিযুক্ত হয়েছেন ৬৭ বছর বয়সী রজার বিনি। মুম্বাইতে বিসিসিআই এজিএমে তাঁর নিয়োগের কথা ঘোষণা করা হয়।
মিডিয়াম পেসার বিনি ১৯৮৩ সালে ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের নায়কদের একজন। ওই বিশ্বকাপেই ৮ ম্যাচে তিনি ১৮টি উইকেট নিয়েছিলেন। এবং তিনিই সেই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ছিলেন।
এদিকে বিসিসিআই সেক্রেটারি হিসেবে অব্যাহত রয়েছেন জয় শাহ। কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে আশিস শেলারকে। রাজীব শুক্লা সহ-সভাপতি এবং দেবজিৎ সাইকিয়া যুগ্ম সম্পাদক নিযুক্ত হয়েছেন। আইপিএলের নতুন চেয়ারম্যান হয়েছেন বিদায়ী কোষাধ্যক্ষ অরুণ ধুমাল।