প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে উড়ে গেল বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ
এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজ থেকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। কোন ভাবেই হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বে নামার আগে দুই প্রস্তুতি ম্যাচের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানে হারল সাকিব আল হাসানের দল।
আফগানিস্তানের দেয়া ৭ উইকেটে ১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৯৮ রানে থেমে যায়। ৬২ রানের বড় ব্যবধানে হারতে হয় টিম টাইগার্সের।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার গ্রাউন্ডে আফগানিস্তানের দেয়া ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পুরনো অসুখ শুরুর বিপর্যয় সারতে পারেনি টাইগাররা। পাওয়ার প্লেতে তারা হারায় ৪ উইকেট। এক বাঁহাতি পেইসার ফজল হক ফারুকির বলে নেই শান্ত, সাকিব এবং আফিফ।
৭ ওভারে ৩২ রানে ৫ উইকেট হারিয়ে এক প্রকার ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। শেষ দিকে মোসাদ্দেকের ৩৩ বলে ২৯ রানে ব্যবধান কমাতে পেরেছে শুধু। কিন্তু হার এড়াতে পারেনি। ফারুকি ৮ রানে ৩ উইকেট নেন।
এর আগে আফগানিস্তান ব্যাট করতে নেমে শুরু থেকে হাত খুলে খেলতে থাকে। ১৯ বলে ২৭ রান করেন গুরবাজ। দেড় শ পেরোনোর আগে গুঁটিয়ে যাবে এম্ন শঙ্কা তৈরি হলেও বাংলাদেশি বোলার আর ফিল্ডারদের দয়ায় তা ছাড়িয়ে গেলেন আফগানরা। যার মূল কৃতিত্ব ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নাবির।
৩৯ বলে ৪৬ রান করেন জাদরান আর নবির ব্যাট থেকে আসে ১৭ বলে ৪১ রান। যার ফলে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন। তাসকিন আহমেদ নেন তিন উইকেট।