বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে তারার মেলা
অস্ট্রেলিয়ায় পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঝাকঝমক আসর। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। প্রায় এক মাস ১৬ দেশের ক্রিকেটাররা মেতে থাকবে মাঠের লড়াইয়ে। পাশাপাশি কমেন্ট্রি বক্স থেকেও ক্রিকেটের চুল-ছেঁড়া বিশ্লেষনে সমর্থকদের বোধ করে রাখবেন একঝাক ধারাভাষ্যকার।
বিশ্বের সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে ধারাভাষ্য প্যানেল সাজিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। আছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররাও। ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আতহার আলী খান।
তালিকায় আছেন ইংল্যান্ডের ইয়ন মরগান, উইন্ডিজের বিশ্বকাপ জয়ের নায়ক কার্লোস ব্রাথোয়েট। এছাড়া ড্যানি মরিসন, রবি শাস্ত্রী, ইয়ান বিশপ, হার্শা ভোগলের মত তারকারারা তো আছেনই।
এক নজরে ধারাভাষ্য প্যানেল:
অ্যাডাম গিলক্রিস্ট, আতাহার আলী খান, ইয়ান বিশপ, ইয়ান স্মিথ, পমি এমবাঙ্গুয়া, প্রিস্টন মমসেন, রবি শাস্ত্রী, ইশা গুহ, বাজিদ খান, ব্রায়ান মুরগাট্রয়েড, মার্ক হাওয়ার্ড, রাসেল আর্নল্ড, কার্লোস ব্র্যাথওয়েট, মেল জোনস, স্যামুয়েল বদ্রি, ডেন স্টেইন, মাইকেল আথারটন, শেন ওয়াটসন, ড্যানি মরিসন, মাইকেল ক্লার্ক, শন পোলক, ডার্ক ন্যানেস, নাসের হোসাইন, সাইমন ডুল, নাসের হোসাইন, সাইমন ডুল, ইয়ন মরগান, নাটালিয়া জার্মানোস, সুনীল গাভাস্কার, হার্শা ভোগলে এবং নেইল ও’ব্রায়েন