হলান্ড-ফোডেনের হ্যাটট্রিকে বিধ্বস্ত ইউনাইটেড
মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি। প্রথমার্ধেই চার গোল দিল ম্যানচেস্টার সিটি। তরুণ ফুটবলার ফিল ফোডেন এবং বিধ্বংসী স্ট্রাইকার আর্লিং হালান্ড প্রথমার্ধেই জোড়া গোল করেন। প্রথমার্ধে ৪, দ্বিতীয়ার্ধে ২। মোট ৯ গোলের ম্যানচেস্টার ডার্বিতে সিটি জিতল ৬-৩ গোলে।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই ফিল ফোডেনের গোলে লিড নেয় সিটি। এরপর ৩৪ থেকে ৪৪ এই দশ মিনিটের ঝড়ে বিধ্বস্ত হয় ইউনাইটেড। হালান্ডের জোড়া গোলের সঙ্গে স্কোর শিটে আবারও নাম তোলেন ফোডেন। ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় গারদিওলার ছাত্ররা।
বিরতির পর অ্যান্তোনির গোলে ব্যবধান কমায় রেডডেভিলস। ৬৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। মিনিট আটেকের মাথায় একই পথে হাঁটেন ফোডেন। ততক্ষণে ৬-১ গোলের লিড ম্যানসিটির। শেষ দিকে অ্যান্থনি মার্শিয়াল পরপর দুই গোল করলেও পরাজয় এড়াতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। এ নিয়ে টানা তিন ডার্বিতে হারের স্বাদ পেলো দলটি।