এমবাপ্পে-জিরুর গোলে আশা বাঁচিয়ে রাখল ফ্রান্স, নেদারল্যান্ডসের টানা জয়
উয়েফা নেশন্স লিগে যেন জিততে ভুলে গিয়েছিল বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স। প্রথম চার ম্যাচে যে একটিও জয় ছিল না বিশ্ব চ্যাম্পিয়নদের। দুই ড্র আর দুই হারে গ্রুপে অবস্থান ছিল তলানিতে। অবশেষে পঞ্চম ম্যাচে এসে জয়ের দেখা পেল তারা। অন্যদিকে পোল্যান্ডের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেয়েছে নেদারল্যান্ডস।
প্যারিসে জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার উয়েফা নেশন্স লিগ ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। ফ্রান্সের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে ও ওলিভার জিরুড।
ঘরের মাঠে গোটা ম্যাচে অস্ট্রিয়াকে চাপে রাখে ফ্রান্স। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে ২২টি শট নেয় স্বাগতিকরা। অস্ট্রিয়া মাত্র ৪ বার ফ্রান্সের গোলমুখে প্রচেষ্টা চালানোর সুযোগ পায়।

এদিকে পোল্যান্ডকে ২-০ গোলে পরাজিত করেছে নেদারল্যান্ডস। ওয়ারশের ন্যাশনাল স্টেডিয়ামে পোল্যান্ডের জালে দশটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পেরেছে নেদারল্যান্ডস। তাতেই বাজিমাত করেছে লুইস ফন গালের শিষ্যরা।
প্রতিপক্ষের মাঠে কোডি গাকপো অতিথিদের এগিয়ে নেন। স্বাগতিকদের জালে শেষ পেরেক ঠুকে দেন স্টিভেন বার্জউইন। শেষ রাউন্ডে আগামী ২৬ সেপ্টেম্বর দলটির প্রতিপক্ষ রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ডদের বেলজিয়াম।