লেভানডফস্কির জোড়া গোলে বার্সার জয়, টানা চার ম্যাচ জয়হীন বায়ার্ন
দিন তিনেক আগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের হতাশা বার্সেলোনা ঝেড়ে ফেলেছে লা লিগায়। এলচের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। ঘরের মাঠে রবার্ট লেভানডফস্কির জোড়া গোলে এলচেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। অন্যদিকে, শক্তিশালী বার্সেলোনাকে হারালেও লিগে ফিরতেই বিবর্ণ বায়ার্ন। অগসবর্গের কাছে হেরেই গেছে নাগেলসমানের শিষ্যরা। লিগে এ নিয়ে টানা চার ম্যাচ জয়হীন বায়ার্ন।
শনিবার রাতে লা লিগার ম্যাচে ৩৪ তম মিনিটে লেভানডফস্কি ভাঙ্গেন ডেডলক। ডিপের শট করা বল এলচে গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি শটে জালের ঠিকানা খুঁজে নেন বার্সার এই ফরোয়ার্ড। ৪২ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিপে নিজেই।
বিরতি থেকে ফিরে ৩ মিনিটের মাথায় ফের সফরকারীদের জালে আছড়ে পড়ে লেভানডফস্কির বল। সেখান থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন পোলিশ এই স্ট্রাইকার। এই জয়ের পর ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।
শনিবার রাতে অগসবুর্গ এরেনায় মেরজিম বেরিশার একমাত্র গোলে কপাল পোড়ে বায়ার্নের। ৫৯ মিনিটে গোলটি করেন বেরিশা। লিগে এ নিয়ে টানা চার ম্যাচ জয়হীন বায়ার্ন। টানা তিন জয়ে লিগ শুরু করলেও এরপর থেকেই অধঃপতন শুরু দলটির।
প্রথমে বরুশিয়া গ্লাডবাখের বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে শুরু। এরপর ইউনিয়ন বার্লিনও একই ব্যবধানে রুখে দেয় বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নদের। এরপর ঘরের মাঠে স্টুটগার্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খোয়ান মুলাররা।