রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
চলতি এশিয়া কাপে এ নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হলো ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে গ্রুপ পর্বে হার দিয়ে শুরু হয়েছিল এশিয়া কাপ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম খেলায় ভারতের কাছে ৫ উইকেটে হারের পর আজ সুপার ফোরে এসে সেই হারের মধুর প্রতিশোধ নিলো পাকিস্তান।
রবিবার শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাবর আজমের দল। এদিন ব্যাট হাতে ক্রিজে নেমে ৪৪ বলে ৬০ রানের অনবদ্য এক ইনিংস খেলেন বিরাট কোহলি। দলের হয়ে তিনিই করেন সর্বোচ্চ রান। তার এই ইনিংসে ভর করেই ৭ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ পায় ভারত।
ভারতের দেয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫১ বলে ৭১ রানের এক অসাধারণ ইনিংস খেলেন মোহাম্মাদ রিজওয়ান, তবে ব্যাট হাতে আজও ব্যর্থ ছিলেন সময়ের সেরা ক্রিকেটার বাবর আজম। ১০ বলে ১৪ রান করেই সাজঘরে ফেরেন তিনি।
বাবরের আউটের পর মাঠে নামেন মোহাম্মদ নওয়াজ। খেলেন এক ঝড়ো ইনিংস। ৪১ বলে তাদের ৭৩ রানের অসাধারণ জুটি গড়ে তোলেন মোহাম্মদ রিজওয়ান আর মোহাম্মদ নওয়াজ। যার ফলে ম্যাচের ভাগ্য অনেকটায় পাকিস্তানের পক্ষে হেলে পড়ে।
শেষ দুই ওভারে পাকিস্তানের দরকার ছিলো ২৬ রান। শেষদিকে খুশদিল শাহ ও আসিফ আলি সে চাপ সামলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৮ বলে ২ চার ও এক ছক্কার মারে ১৬ রান করেন আসিফ। অন্যদিকে ১১ বলে ১৪ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন খুশদিল ও ইফতিখার আহমেদ।