এশিয়া কাপ মিশনে বিকালে ঢাকা ছাড়বে টাইগাররা
সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে আজ (মঙ্গলবার) সাকিব আল হাসানের নেতৃত্বে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেল ৫টায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে লাল-সবুজরা।
এদিকে বাংলাদেশ দল এবার এশিয়া কাপ খেলতে যাচ্ছে নতুন কোচের অধীনে। থাকছে না কোন প্রধান কোচ। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে রাসেল ডমিঙ্গোকে বিরতি দেওয়ায়; টাইগারদের নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের পরিকল্পনায়ই এবারের এশিয়া কাপ খেলবে টাইগাররা।
আরব আমিরাতে এশিয়া কাপের এবারের আসর শুরু হবে ২৭ আগস্ট থেকে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, আফগানিস্তানের বিপক্ষে।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।