সাইডবেঞ্চে রোনালদো, লিভারপুলকে হারিয়ে টেন হাগ যুগের প্রথম জয় ইউনাইটেডের
জোড়া হার দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেড অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ওল্ড ট্র্যাফোর্ডে। আর তাই বিক্ষুব্ধ সমর্থকদের আন্দোলনে কিছুটা পানি ঢাললো রেড ডেভিলরা। ঘরের মাঠে এরিক টেন হ্যাগের অধীনে চির প্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে ২-১ গোলের লড়াকু জয় ছিনিয়ে নিয়েছে তারা।
ম্যাচে ইউনাইটেড কোচ টেন হাগের বড় চমক ক্রিস্টিয়ানো রোনালদোকে প্রথমার্ধে মাঠে না নামানো। অবশ্য, সিআরসেভেনের অভাবটা বুঝতেও দেননি জেডন সাঞ্চো। ১৬ মিনিটেই প্রতিপক্ষের জালে গোল করে দলকে দারুণ শুরু এনে দেন। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রেড ডেভিলরা।
দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ২-০ করেন মার্কাস র্যাশফোর্ড। অ্যালিসন বেকারকে প্রথম পোস্টেই পরাস্ত করেন এই ইংলিশ স্ট্রাইকার। ৮১ মিনিটে মোহাম্মদ সালাহ ব্যবধান কমালেও আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি।
এই জয়ের ফলে ২০১৮ সালের পর প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম দুই ম্যাচে হারের পর এটাই তাদের প্রথম জয়। অপরদিকে, প্রথম দুই ম্যাচে ড্র করে তৃতীয় ম্যাচে মৌসুমে প্রথম হারের স্বাদ পেল সালাহ-ফিরমিনোরা।