ম্যানচেষ্টার ইউনাইটেড কিনতে যাচ্ছেন ইলন মাস্ক!
টুইটার নয়, এবার মাস্কের নজর ফুটবল মাঠে। ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চলেছেন ধনকুবের ইলন মাস্ক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই বুধবার এমনটাই জানিয়েছেন টেসলা প্রধান। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি কেনার ব্যাপারে কোনো খুঁটিনাটি তথ্য দেননি যুক্তরাষ্ট্রের এই নাগরিক।
বুধবার (১৭ আগস্ট) মাস্ক টুইট করেছেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেডও কিনছি। আপনাদের ধন্যবাদ।’ এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি ইলন মাস্ক। এমনকি ওই টুইটে কোন মন্তব্যের প্রতি উত্তরও দেননি।আন্তর্জাতিক এক বিজনেস ম্যাগাজিনের মতে, ম্যানচেস্টার ইউনাইটেড এর বর্তমান মূল্য ৪.৬ বিলিয়ন ডলার।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যান ইউ-এর সময়টা মোটেও ভালো যাচ্ছে না। গত বছর খারাপ পারফরম্যান্সের কারণে নেমে গেছে ইউরোপা লিগে। নতুন কোচ এনেও ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। ক্লাবের এমন হালে ম্যান ইউর বর্তমান মালিক আমেরিকার গ্লেজার পরিবারের উপর থেকে রেড ডেভিল ভক্তদের উঠে গেছে আস্থা। ঠিক এই সময়ে এলো সুসংবাদ।
টেসলা মালিক ইলন মাস্কের এর আগেও সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কিছু কেনার ব্যাপারে হাস্যরস করেছিলেন। এক সময় গুগলের প্রতিষ্ঠান ‘ইউটিউব’ কেনার ব্যাপারে টুইট করেছিলেন। অবশ্য সেই গুঞ্জন সত্যি হয়নি। তবে দেখা যাক এবার সত্যি সত্যি ম্যান ইউ কিনে সমর্থকদের কিছুটা খুশি করতে পারেন কিনা।