বাতিল হলো ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত ম্যাচ
কাতার বিশ্বকাপের বাছাইপর্ব শেষ হয়েছে অনেক আগে। কিন্তু শেষ হয়েও শেষ হলোনা। সবচেয়ে আকর্ষণীয় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটাই যে এখনো মাঠে গড়ায়নি। আর গড়াচ্ছেও না। শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল ঝুলে থাকা আলোচিত সেই ম্যাচটি।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার জানায়, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও ফিফার সঙ্গে সমস্যার সমাধান মিটেছে। তাই নতুন করে আর ম্যাচটি হচ্ছে না।
গত বছরের ৫ সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে খেলা মাঠে গড়ানোর ৬ মিনিটের মাথায় হঠাৎ করেই থেমে যায় খেলা। করোনাভাইরাস ইস্যুতে অনাকাঙ্ক্ষিতভাবে বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে।
ওই ঘটনার জের ধরে দুই দেশকেই জরিমানা করে ফিফা। একই সঙ্গে ফিফার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, ম্যাচটি পুনরায় খেলতে হবে। কিন্তু বেঁকে বসে ব্রাজিল-আর্জেন্টিনা। ফিফার আপিল কমিটির কাছে আবেদন করে দুই দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। তাতে কাজ হয়নি। পরে ক্রীড়াঙ্গণের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় তারা।
তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)’র আদালত রায় দিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার পরিত্যক্ত ম্যাচটি আর মাঠে গড়াবে না।