খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ২৭শে জুলাই ২০২৪

নেইমার ম্যাজিকে পিএসজির বড় জয়, ড্র দিয়ে মৌসুম শুরু বার্সার

0

অপ্রতিরোধ্য লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। শনিবার রাতে ৫-২ গোলের জয় পেয়েছে তারা। ফলে ৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে ফরাসি জায়ান্টরা। অন্যদিকে, স্প্যানিশ লা লিগায় ২০২২/২৩ মৌসুমের শুরুটা ভালো হলো না বার্সেলোনার।

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রায়ো ভায়োকানোর বিপক্ষে বার্সাকে জেতাতে ব্যর্থ অভিষিক্ত রবার্ট লেভান্ডোফস্কি। রাতের অন্য ম্যাচে, ৪-০ গোলের লজ্জায় ডুবলো রোনালদোদের ম্যান ইউ।

পার্ক দ্য প্রিন্সেসে মঁপেলিয়ার বিপক্ষে আলো ছড়িয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার। গোল করেছেন কিলিয়ান এমবাপ্পেও। ৩৯তম মিনিটে মঁপেলিয়ারের ফ্যালায়ে সাকুর আত্মঘাতী গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা।৪৩তম মিনিটে পেনাল্টি এবং ৫১ মিনিটে গোল করে পিএসজিকে ৩-০ গোলে এগিয়ে নিয়ে যায় নেইমার।

ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি সেটি শেষ পর্যন্ত ধরে রাখে। ম্যাচের ৬৯তম মিনিটে গোল করেন এমবাপ্পে। , পিএসজি এগিয়ে যায় ৪-১ এ। ৮৮তম মিনিটে গোল করেন পিএসজির নতুন তারকা রেনেটো সানচেজ। যদিও শেষ পর্যন্ত ৫-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি জায়ান্টরা।

ক্যাম্প ন্যুতে একঝাক নতুন তারকা নিয়ে মাঠে নেমেছিলো বার্সা। জাভির অধীনে বার্সা রায়ো ভায়োকানোর বিপক্ষে ৬৮ শতাংশ বল দখলে রেখেছে, নিয়েছে ২১টি শট যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। তবে তাতেও ভেদ হয়নি লক্ষ্য। প্রথমার্ধে দারুণ সব আক্রমণ করলেও কিছুতেই জালে দেখা পায়নি বার্সা। একের পর এক চেষ্টার পরও ব্যর্থ অভিষেক হওয়া লেভানডস্কি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সার রক্ষণে কাঁপন ধরিয়েছিল রায়ো। ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ে রাদামেল ফ্যালকাও দারুণ এক গোল করলেও তা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। আর তাতেই কোনো রকমে হার এড়ায় বার্সা। একদিকে হার অন্যদিকে, ৯৩তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার অধিনায়ক সার্জিও বুস্কেটস।

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমটা হার দিয়ে শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়নের বিপক্ষে ২-১ গোলে হারের পর আজ ব্রেন্টফোর্ডের মাঠে ৪-০ গোলে বিধস্ত হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy