অবশেষে অনেক চড়াই উতরায় পেরিয়ে চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ। একই সাথে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক ও ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের এই সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্ব দেওয়া হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাঁধে।
বাংলাদেশ দলের একের পর এক ইনফর্ম খেলোয়াড় ইনজুরি পড়ায় কদিন ধরে গুঞ্জন চলছিল এশিয়া কাপের দলে ফিরতে পারেন জাতীয় দল থেকে বাদ পড়া সাব্বির রহমান অবশেষে সেই গুঞ্জনও সত্যি হলো। ইনজুরি কাটিয়ে ফিরেছেন সাইফ উদ্দিনও।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোট পাওয়া নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে এশিয়া কাপের স্কোয়াডে। এছাড়া পারভেজ ইমন, মেহেদী মিরাজ এবং শেখ মেহেদীকেও স্কোয়াড়ে রাখা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে ২৭ অগস্ট শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। টুর্নামেন্টের ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর।
একনজরে এশিয়া কাপে বাংলাদেশের ১৭ সদস্যের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, আফিফ হোসাইন, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, পারভেজ হোসেন ইমন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শেখ মেহেদী, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন।