একদিন আগেই শুরু কাতার বিশ্বকাপ
কয়েকদিন আগে উঠেছিল গুঞ্জন, অবশেষে সেটাই সত্যি হলো। বদলে গেছে কাতার বিশ্বকাপের সূচি। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এগিয়ে এল ১ দিন।
পূর্বের সূচি অনুযায়ী ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার কথা ২১ নভেম্বর। তবে এবার এক দিন এগিয়ে আগামী ২০ নভেম্বর শুরু হবে এবারের বিশ্বকাপ। প্রথম ম্যাচে স্বাগতিক কাতার খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আগের সূচি অনুসারে প্রথম ম্যাচটা সেনেগাল আর নেদারল্যান্ডসের মাঝে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
ফিফার তরফ থেকে জানানো হয়েছে, আল বায়েত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ হবে। প্রথম দিন কাতার-ইকুয়েডর ছাড়া আর কোনও ম্যাচ থাকছে না। ব্যুরো অফ ফিফা কাউন্সিলের সভায় সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত হয়েছে।
এতদিন বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিংবা আয়োজক দেশের ম্যাচ থাকত। টুর্নামেন্ট একদিন এগিয়ে আনায় সেই ধারাবাহিকতাই বজায় রাখা সম্ভব হচ্ছে। প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে। নানা দিক বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
তবে দর্শকদের কোন ভোগান্তি পোহাতে হবে না বলে জানিয়েছে ফিফা। যারা সূচি পরিবর্তিত হওয়া ম্যাচের টিকিট কেটেছেন, সেই টিকিটি বৈধ থাকছে। ম্যাচের সূচি কিংবা সময় পরিবর্তন হলেও সমর্থকরা এ বিষয়ে কোনও সমস্যায় পড়বেন না।